মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নড়াইলে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

উজ্জ্বল রায়, নড়াইল
  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:১৬ পিএম

নড়াইলে নানা কর্মর্সূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ই ডিসেম্বর) সকাল ৯ টার সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেছে।

নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের নেতৃত্বে জেলা পুলিশ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com