মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ভোটের আগে প্রার্থীদের সম্পদের ব্যবস্থা নেবে না দুদক

দেশ ভয়েস ডেস্ক
  • সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:৩৭ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ইমেজের কথা ভেবে ভোটের আগে প্রার্থীদের সম্পদের কোনো ব্যবস্থা নেওয়া হবে না। নির্বাচনের পরে হলফনামা দেখে তাদের সম্পদ বৃদ্ধির অনুসন্ধান করা যাবে।

তিনি বলেন, নির্বাচনটা হোক সত্য-মিথ্যা যা আছে, এটা প্রমাণ করার সুযোগ তো আছেই।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় র্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ৭ তারিখ অনুষ্ঠিত হবে। আর ৬ দিন আছে। নির্বাচনটা সম্পন্ন হোক। এখন অনেক তথ্য আছে, কোনো একজনের হয়তো দুই লাখ টাকা ছিল, এখন এক কোটি টাকা হয়ে গেছে। প্রায় ৫০ গুণ অর্থ সম্পদ বেড়েছে। একজন সংসদ সদস্য মাসে কত টাকা ভাতা, বিভিন্ন অ্যালাউন্স পান সেটা যদি যোগ করি এক কোটি টাকা হতেই পারে। এগুলো ধরে সঙ্গে সঙ্গে যদি অনুসন্ধান শুরু করি তার ইমেজটা কী হবে।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা অনুসন্ধান করে দেখলাম ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে তার ইমেজটা কী হবে অনুসন্ধান শুরু করলে। সম্পদ যদি বাড়ে এটা তামাদি হয়ে যাবে না।

টেলিভিশন ক্যাটাগরিতে মাইটিভির মাহবুব সৈকত, পত্রিকা ক্যাটাগরিতে দৈনিক বাংলার নুরুজ্জামান লাবু আর অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের আবদুর রহমানকে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগনেইস্ট করাপশন (র্যাক)।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com