সুনামগঞ্জ-সিলেট সড়কের নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহি উদ্দিন নামের পুলিশের উপপুলিশের পরিদর্শক(এএসআই) নিহত হয়েছেন। এঘটনায় মামুন আহমদ নামের অপর উপপরিদর্শক(এএসআই) আহত হয়েছেন। আহত মামুনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
রোববার(৩১ মার্চ) বেলা ১১ টার দিকে সুনামগঞ্জ- সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিনের বাড়ী হবিগঞ্জের সদর উপজেলারআলাপুর গ্রামের বাসিন্দা এবং তিনি সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত ছিলেন এবং আহত পুলিশের উপপুলিশ পরিদর্শক(এএসআই) মামুন আহমদ সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সিলেট থেকে একটি প্রাইভেট কারে করে সুনামগঞ্জ যাওয়ার পথে বেলা সাড়ে ১১ টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ নোয়াগাঁও এলাকায় পৌছলে তাদের বহনকারি প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারাযান মহি উদ্দিন এবং গাড়িতে থাকা মামুন আহমদ আহত হন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পুলিশ কর্মকর্তা মহি উদ্দিনের মরদেহ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।