সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে আপন সরকার (২২) ও মো. মৌলা মিয়া (৪৪) নামের দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপর ১ টার দিকে জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আটগাঁও এলাকায় অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক জনি রায় এ কারাদণ্ড দেন।
দন্ডিতদের মধ্যে মধ্যে আপন সরকারকে পাঁচদিনের বিনাশ্রম এবং মো. মৌলা মিয়াকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্প্রাডপ্ত আপন সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের জিতেন সরকারের ছেলে এবং মো. মৌলা মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।