পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতায় ব্যয়কৃত অর্থ সারা বিশ্বের শিশুদের জন্য ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে নিজের কার্যালয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারীর ধাক্কা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমাদের উন্নয়নের গতিকে অনেকটা স্লথ করে দিয়েছে। শুধু আমরা না, সারাবিশ্বব্যাপীই মানুষ এই কষ্ট ভোগ করছে। সেজন্য আমার সব সময় আবেদন থাকবে, আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই।ৃ এবং এই যুদ্ধ, অস্ত্র বিক্রি করতে গিয়ে যে সমস্ত প্রতিযোগিতায় অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের ভালো জীবনের জন্য ব্যয় করা হোক। আজ বিশ্ববাসীর কাছে সেটাই আহ্বান জানাই।
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনেও একই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সেদিন তিনি বলেছিলেন, “আমরা ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের অবসান চাই। নিষেধাজ্ঞা, পাল্টা-নিষেধাজ্ঞার মাধ্যমে একটি দেশকে শাস্তি দিতে গিয়ে নারী, শিশুসহ ও গোটা মানবজাতিকেই শাস্তি দেওয়া হয়। এর প্রভাব কেবল একটি দেশেই সীমাবদ্ধ থাকে না বরং সকল মানুষের জীবন-জীবিকা মহাসঙ্কটে পতিত হয়। মানবাধিকার লঙ্ঘিত হয়।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে মধুমতি নদীর ওপর নির্মিত দেশের প্রথম ছয় লেইন মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সেতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন।