শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আইফোনের জন্য মা ও ছেলেকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১১:৩৪ পিএম

সুনামগঞ্জে আইফোন ও টাকার জন্য মা ও ছেলেকে হত্যা করেছে দুই শিশু। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মা ও ছেলে হত্যার ঘটনায় ইতিমধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। হত্যাকারির বয়স ১৮ বছরের নিচে হওয়ার ফলে আইনগত বাধ্যবাধকতা থাকায় তার নাম ও ছবি প্রকাশ করা হয়নি। হত্যাকারি শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগরের আলহেরা মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ সুপার আরও চুরি করার আগে শিশুটি তার বন্ধুকে নিয়ে প্রায় ১৫ দিন আগে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন চুরি ও তাদের ঘরে তাকা টাকা পয়সা লুটের পরিকল্পনা করে।

ওই শিশু দুটি মিনহাজকে আগে থেকেই চিনতও। একই সাথে বিভিন্ন সময়ে সে মিনহাজের সাথে চলাফেরা করার সুবাদে তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতও ঘাতকারা।
মিনহাজের প্রবাসী আত্মীয় স্বজনরা তাকে একটি আইফোনটি উপহার দেন। কিন্তুএই ব্যবহৃত ফোন কিভাবে চুরি করা যায় এটা নিয়ে দীর্ঘ দিন যাবৎ পরিকল্পনরা করছিল ওই দুই শিশু।

এরপর পরিকল্পনা অনুযায়ী গত (২৯ অক্টোবর) মঙ্গলবার রাতেই সুযোগ বুঝে বাসার ভিতর লুকিয়ে থেকে যায় ঘাতক। ভোরে আইফোন টাকা স্বর্ণা অলংকার লুট করার সময় মানুষের নড়াচড়া পেয়ে ঘুম ভেঙে যায় নিহত মিনহাজের।

চুরির সময় ওই ঘাতক শিশুটিকে আটক করার চেষ্টা করলে অপর শিশু ঘরে থাকা মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে কোপ মারে এতে ঘটনাস্থলেই মিনহাজ মাটিলে লুঠিয়ে পেের এসময় মিনহাজের মা ফরিদা বেগম এগিয়ে এলে তাকেও বটি দা দিয়ে কোপ মেরে খুন করে ঘাটত দুই শিশু দরজা খোলে পালিয়ে যায়।

মা ও ছেলে হত্যাকান্ডের ঘটনায় রহস্য উদঘাটন করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জাকির হোসেন ও সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com