শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, বর্তমানে শিক্ষ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন আশা করছি আগামী জাতীয় বাজেটে(২০২৫-২০২৬) অর্থ বছরে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ধরা হবে।
শুক্রবার (০২ মে) দুপুর ১২টায় জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট-এ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যায়রে অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষা সচিব আরও বলেন, আগে কেবলমাত্র শিক্ষা পদ্ধতি শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবছর শিক্ষার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, শিক্ষা অবকাঠামো মানে নতুন নতুন ভবন (একাডেমিক ভবন) নির্মাণ হচ্ছে।
সরকার বিজ্ঞান শিক্ষার উপর জোর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরী করা হবে। শিক্ষকদের আইসিটির উপর আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিষয়ে শিক্ষা সচিব বলেন, এ বিশ^বিদ্যালয়টি হাওর বেষ্টিত হওয়ায় এটিতে হাওর রিচার্স মানে ইরিগেশন, ক্লামেট চেঞ্জ সহ বিভিন্ন সাবজেক্ট খোলা হবে।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, এবার ২০ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌছে দেয়া হয়েছে। তবে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বন্ধের পর প্রতিষ্ঠান থেকে বই নিয়েছে। সচিব বলেন ২০২৫ সালে বার্ষিক পরীক্ষার পরপরই শিক্ষার্থীরা বই হাতে পাবে। ১লা জানুয়ারি শিক্ষার্থীরা বই হাতে নিয়েই স্কুলে যেতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রমুখ।
এর আগে সকালে শিক্ষা সচিব সুনামগঞ্জ সরকারি কলেজে এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।