শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আমি কাজ করতে এসেছি: সুনামগঞ্জের ডিসি

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ এএম

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, আমি কাজ করতে এসেছি। কে লাল, কে কালো সেটা আমার কাছে বিবেচ্য নয়। তিনি বলেন, দেশের জন্য কাজ করি, কারণ দেশকে ভালবাসি।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ এফ এম আনোয়ার হোসেন খান, নবাগত সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরীফ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রামানিক, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, এলজিউডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী পরিচালক নাজমুল হাসান হীরা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈনুল ইসলাম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু নুয়মান, সুনামগঞ্জ সমাজ সেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামিক ফাইন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রমুখ।

সভায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com