সুনামগঞ্জে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে বিভিন্ন দফতরের প্রধানদের তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, যেসব দপ্তরের তথ্য বাতায়ণ আপডেট করা হয়নি সেসব দপ্তর দ্রুত তথ্য বাতায়ণ আপডেট করতে হবে। তিনি বলেন, যদি কোন দপ্তর তাদের তথ্য বাতায়ণ অপডেট করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাহলে জেলা প্রশাসকের কার্যালায়ে আইসিটি সেল-এর সহায়তা চাইলে সহায়তা দেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিগণ নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সুনামগঞ্জ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমানিক,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন খন্দকার,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞ্চা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাসশুল করিম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাস, জিল সুপার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আল আমিন, ডেপুটি সিভিল সার্জন সুকদেব সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী পাবেল, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ প্রতিব›দ্বী সেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রমুখ।