উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, পুনর্বাসন ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপদেষ্টা মো. আদিলুর রহমান খান বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি স্মারকলিপি দিয়েছেন। প্রতিনিধি দলে উর্দুভাষী সম্প্রদায়ের তরুণ নেতারা এবং জেনেভা ক্যাম্পের সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ড্রিম এনএলজে হাই স্কুলের সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, সহ-সভাপতি শাহনেওয়াজ আহমেদ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিপু, সদস্য মো. রাজু এবং উর্দুভাষী সম্প্রদায়ের সমাজকর্মী সানিয়া আহমেদ সোনালী, এনসিপির সদস্য জিয়া উদ্দিন প্রমুখ।
ড্রিম এনএলজে হাই স্কুলের সহ-সভাপতি শাহনেওয়াজ আহমেদ খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপোস করে চলেছি, কিন্তু এখনও পর্যন্ত নাগরিক হিসেবে আমাদের মৌলিক চাহিদাগুলোও পূরণ হয়নি।
ড্রিম এনএলজে হাই স্কুলের সভাপতি মোহাম্মদ পারভেজ আলম শিক্ষার সঙ্কটের কথা তুলে ধরে বলেন, “জেনেভা ক্যাম্পে ‘ড্রিম এনএলজে হাই স্কুল’ নামে মাত্র একটি স্কুল রয়েছে, যার ধারণক্ষমতা মাত্র ৩০০ জন ছাত্র-ছাত্রী। প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীর ভর্তির চাহিদা রয়েছে। ফলে প্রতি বছর ১২০০ ছাত্র-ছাত্রীকে আমরা শিক্ষা সুবিধা দিতে পারছি না। তাই বর্তমান স্কুলটির সম্প্রসারণ অথবা আমাদের জন্য যত দ্রুত সম্ভব নতুন একটি স্কুল নির্মাণের প্রয়োজন।
২০০১ সালের এনআইডি রিট পিটিশনারের কন্যা এবং সমাজকর্মী সানিয়া আহমেদ সোনালী বলেন, “আমরা বাঙালি নই বলে প্রতিটি পদক্ষেপে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এটা কি আমাদের ভুল? না। তাহলে কেন আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে?
উপদেষ্টা মো. আদিলুর রহমান খান স্মারকলিপিটি গ্রহণ করেন এবং অতি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।