সুনামগঞ্জের ঐতিহ্যবাহি কুস্তি খেলা, লাটিখেলা ও সাপখেলাসহ আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়।
এরপর জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শুরু হয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে নববর্ষের নানা অনুষ্ঠানে যোগ দেন শোভাযাত্রা অংশগ্রহনকারিরা।
জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন পুলিশ সুপার তোফায়েল আহমদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহŸায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সুনজিৎ কুমার চন্দ,পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শেরে নূর আলীসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।
শোভাযাত্রায় স্থান পেয়েছে হাতি, ময়ুরসহ গ্রামীন ঐতিহ্যের প্রতিচ্ছবি ।
বেলা ১১ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে দিনব্যাপী কুটির শিল্প ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে লাঠিখেলা ও সাপখেলা চলে। এরপর পরই কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে নববর্ষ উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাকঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায়বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করে অতিথিবৃন্দ।
এদিকে, জেলা বিএনপির আহŸায়ক কলিম উদ্দিন আহমদ-এর নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি। শোভাযাত্রাটি জেলা বিএনপির পুরাতন বাসস্টেন্ডস্থ কার্যালয় থেকে বের হয়ে পুনরায় পুরাতন বাসস্টেন্ড-এ এসে শেষ হয়।
বিএনপির আনন্দ শোভাযাত্রায় সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে, জেলার বিভিন্ন উপজেলায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে নববর্ষ উদপান করা হচ্ছে।
এছাড়াও জেলার বিভিন্ন স্কুল ও কলেজে নানা আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়েছে।