র্যাবের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনই উঠছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেই সঙ্গে তিনি বলেছেন, সুনির্দিষ্ট পদক্ষেপ এবং বাহিনীর সদস্যদের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
রাজধানীর ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে রোববার (২৪ এপ্রিল) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বর্তমান সময়ে র্যাব যেভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে, যুক্তরাষ্ট্র সেভাবেই বাহিনীটিকে কার্যকর দেখতে চায়। তবে র্যাবকে মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জোরাল নিরাপত্তা সহযোগিতা রয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, র্যাবের ওপর এই নিষেধাজ্ঞা সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবেও বলেও আশ্বস্ত করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব ছাড়াও বাহিনীটির সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছে আসছে বাংলাদেশ সরকার।