বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

এনআইডি সেবা ইসিতে রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:৪৮ পিএম

‘ভোটার তালিকা সংরক্ষণ এবং সুরক্ষিত করুন, গণতন্ত্র নিশ্চিত করুন’ এ ¯েøাগানকে সামনে রেখে এনআইডি নির্বাচন কমিশনে অধীনে রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন নির্বাচন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় জেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার এহসান আহামেদ, ডাট এন্ট্রি অপারেটর মো আনোয়ার হোসেন, স্ক্যানিং অপারেটর মো. মোকারম হোসেন, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারব লাবনী সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা। এনআইডি সেবা অন্য কোন প্রতিষ্ঠানে বা দপ্তরে নেয়া হলে জনগণের ভোগান্তি বাড়বে।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। এনআইডি সেবা ইসির অধীনে থাকলে জনগণ দ্রæত সেবা পাবেন। কিন্তু এনআইডিতে নাগরিকের ৩৫ ধরনের তথ্য রয়েছে যা উপমহাদেশের মধ্যে বিরল।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com