বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

এবার পাগলা মসজিদের সিন্দুকে মিলল ১৫ বস্তা টাকা

নিউজ ডেস্ক
  • শনিবার, ১২ মার্চ, ২০২২, ১১:১০ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি সিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। প্রতি তিন মাস পর সিন্দুকগুলো খোলা হয়। কিন্তু করোনার কারণে এবারও চার মাস ছয় দিন পর আজ শনিবার দান সিন্দুকগুলো খোলা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার জানান, টাকা গণনা চলছে। এ কাজে রুপালি ব্যাংকের এজিএম ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এর আগে সর্বশেষ গত বছরের ৬ নভেম্বর দান সিন্দুক থেকে রেকর্ড ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com