এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মোহাম্মাদপুরের সাহসী যুবক মোহাম্মদ সাজিদ খানকে সম্মাননা প্রদান করা হহয়েছে। সোমবার (২৮ জুলাই) মোহাম্মদপুরের ড্রিম এনএলজে স্কুল প্রাঙ্গণে ট্রাস্ট, সিএফসি এবং ড্রিম এনএলজে হাই স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড্রিম এনএলজে হাই স্কুলের প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্ট ও ড্রিম এনএলজে হাই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিএফসি’র সভাপতি মো. রাজু, ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন।
আলোচনা সভা শেষে গত ২১ জুলাই, ২০২৫ তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় সাহসিকতার সাথে আহত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের দ্রæত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য জেনেভা ক্যাম্পের সাহসী যুবক মোহাম্মদ সাজিদ খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ সহায়তার ঘোষণা দেওয়া হয়।
সহায়তার মধ্যে রয়েছে, এনসিপি থেকে মূল্যবান বই প্রদান, বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্সের সুবিধা প্রদান এবং ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দেয়া।
অনুষ্ঠান শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহত শিশু ও তাদের অভিভাবকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।