বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কাউন্সিলর গিয়াস সরকারের উদ্যোগে টিম গ্রুপের ফ্রি ফ্রাইডে ক্লিনিক

ডেস্ক রিপোর্ট
  • শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪:২৪ পিএম

টংগী বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর গিয়াস সরকারের প্রখ্যাত কর্পোরেট গ্রুপ ‘টিম গ্রুপ’ শুক্রবার (১ জুলাই) গরীব দুস্থ মানুষের কল্যাণে ফ্রি ফ্রাইডে ক্লিনিক আয়োজনের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

টিম গ্রুপের এর সহযোগী প্রতিষ্ঠান টিম এক্সেসরিজ লিমিটেড এর প্রাঙ্গণে এই ফ্রি ফ্রাইডে ক্লিনিকে প্রায় ২৫০ জন গরীব দুস্থ মানূষকে সেবা গ্রহণ করেন। স্পেশালাইজড দুইজন ডাক্তার এবং চারজন নার্স এই সেবা দেন । টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টীম ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে ওষুধ বিতরণ করে।

টংগী বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর জনাব গিয়াস সরকারের তাঁর এলাকায় দুস্থদের কল্যাণে টিম গ্রুপের এই নিয়মিত সামাজিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন এই নিয়মিত সেবা কার্যক্রমের ফলে তাঁর এলাকার গরীব মানুষজন ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। দুস্থদের জন্য নিয়মিত সামাজিক দায়বদ্ধতায় এমন করে সেবা কার্যক্রম চালিয়ে যাবার জন্য টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আব্দুল্লাহ হিল রাকিবকে অনুরোধ জানান গিয়াস।

ওই অনুষ্ঠানে টিম গ্রুপের মহাব্যবস্থাপক নূর-ই সাইফুল্লাহ ফয়সাল ব্যাবস্থাপক তানভীর আহমেদসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com