গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৪ জুন) সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৯টায় এ বৃষ্টিপাত রেকর্ড করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর সুনামগঞ্জ ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৬ দশমিক ৪৫ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ১৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-২ সামছুদ্দোহা বার্তাবাহককে এ তথ্য নিশ্চিত করে জানান, ভরতে চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বুধবার বেলা ১১টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, সুনামগঞ্জে বুধবার সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সামছুদ্দোহা আরও জানান, আগামী ৫ দিন ভারতের মেঘালয়, আসাম ও বরাক অববাহিকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের ওই অঞ্চলের ভারী বৃষ্টিপাত হলে সুরমা নদীতে পানি বৃদ্ধি পাবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, ১৫ মে পর্যন্ত হাওরের ফসলরক্ষার জন্য সুরমা নদীর পানি বিপদ সীমা হিল ৬ দশমিক ৫০ সেন্টিমিটার এবং ১৫ মে’র পরে বিপদ সীমা হচ্ছে ৭ দশকি ৮০ সেন্টিমিটার। ৭ দশমিক ৮০ সেন্টিমিটার অতিক্রম করলেই বর্ষাকালে সুরমা নদীরন পানি বিপদ সীমা ধরা হয়।