চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে প্রেমিকা অন্বেষা চৌধুরীকে (১৯) খুন করে আত্মহত্যা করেছেন একই ইউনিয়নের জয় বড়ুয়া (২৪) নামে এক যুবক। আগামী ১০ মার্চ প্রেমিকার বিয়ে এই খবরেই তাকে নিজ ঘরে ডেকে এনে হত্যা করেন বলে জানান স্থানীয়রা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের ৮ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অন্বেষা একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রঞ্জিত চৌধুরীর মেয়ে। আর জয় বড়ুয়া ৮ নং ওয়ার্ডের নিরেন্দ্র বড়ুয়া প্রকাশ বাবুল বড়ুয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অন্বেষা ও জয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল গত দুই বছর যাবত। অন্বেষা এইচএসসি পাস করার পর স্থানীয় একটি কলেজে ডিগ্রিতে ভর্তি হন। পাশাপাশি করতেন টিউশনি। আর জয় এইচএসসি পাসের পর বাবার চায়ের দোকানে সহযোগীতা করতেন। অন্বেষার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। বিষয়টি জানতে পেরে অন্বেষাকে ডেকে আনেন জয়। তারপর তার চাচা সুব্রত বড়ুয়ার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন অন্বেষাকে। এরপর নিজেও একই স্থানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, আমরা মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।