শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চূড়ান্ত তালিকায় সারাদেশে ভোটকেন্দ্র ৪২১০৩টি

দেশ ভয়েস ডেস্ক
  • সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ দুই-ই বেড়েছে। আগামী নির্বাচনে ভোটকেন্দ্র হবে ৪২ হাজার ১০৩টি আর ভোটকক্ষ হবে দুই লাখ ৬১ হাজার ৯১৪টি।

রোববার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে এসব ভোটকেন্দ্র ও ভোটকক্ষ চূড়ান্ত করেছে মাঠ পর্যায়ের কমিটি। এসব কেন্দ্রেই আগামী সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের ২৫ দিন আগে এসব কেন্দ্রের নাম গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। আগামী নভেম্বর মাসে তফশিল ঘোষণার কথা রয়েছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। আর ভোটকক্ষ ছিল দুই লাখ সাত হাজার ৩১৯টি। ওই হিসাবে এবারের নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে এক হাজার ৯২০টি। অপরদিকে ভোটকক্ষ বেড়েছে ৫৪ হাজার ৫৯৫টি।

ইসির কর্মকর্তারা জানান, ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বেড়েছে। গত নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪০ লাখেরও বেশি। এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখের বেশি। ভোটার সংখ্যা অনুযায়ী ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হয়।

তারা আরও জানান, ভোটার সংখ্যার বৃদ্ধির হার অনুপাতে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়েনি। তবে ভোটকক্ষের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে।

এর আগে গত আগস্টের মাঝামাঝি ভোটকেন্দ্র ও ভোটকক্ষের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় ৪২ হাজার ৩৮০টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬১ হাজার ৬৬৮টি ভোটকক্ষ ছিল।

খসড়া ওই তালিকার ওপর ৮৫৯টি দাবি-আপত্তি জমা পড়ে। ওইসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত এই তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কমিটি।

চূড়ান্ত তালিকা অনুযায়ী ইসির রংপুর অঞ্চলে ৪৬৬৮টি; রাজশাহীতে ৫৪৩৮টি; খুলনায় ৪৯৮৩টি; বরিশালে ২৮১৭টি; ময়মনসিংহে ৫০২৩টি; ঢাকায় ৬৩৯৩টি; ফরিদপুরে ২১৫৮টি; সিলেটে ২৮৯৯টি; কুমিল্লায় ৪৫৯০টি এবং চট্টগ্রামে ৩১৩৪টি ভোটকেন্দ্র রয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com