শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ছাতকে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১:৩৩ এএম

সুনামগঞ্জের ছাতকে খালের পানিতে ডুবে তাইয়্যেবা বেগম (৮) ও তানজিনা বেগম (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অপর বোনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতরা উপজেলার মৈশাপুর মুসলিমকোনা গ্রামের আবুল কালাম ময়নার কন্যা। সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মুসলিমকোনা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় তিন বোন খেলা করছিল। পরিবারের লোকজনের দৃষ্টির অগোচরে হঠাৎ তাইয়্যেবা বেগম ও তানজিনা বেগম দুই বোন খালের পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে বড় বোন তাসকিয়া বেগম(১০) খালে পানিতে ডুবে যাচ্ছিল। এসময় খালের পাশের রাস্তা দিয়ে এক পথচারি তাসকিয়াকে খালের পানিতে ডুবে যাচ্ছে দেখে তিনি চিৎকার দিলে আশ পাশের বাড়ির লোকজন এসে এক এক করে তিন বোনকে উদ্ধার করে প্রথমে তাদের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাইয়্যেবা বেগম (৮) ও তানজিনা বেগম (৬)কে মৃত ঘোষণা করেন এবং আহত তাসকিয়া বেগম (১০)কে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করেন।

নিহত তাইয়্যেবা মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনি ও তানজিনা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান একাডেমির প্লে’র শিক্ষার্থী। তাদের বড় বোন, মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী।

ছাতক থানার ওসি খান মাঈনুল জাকির ঘটনার সত্যতা স্বীকার করেছন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com