জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিনামুল্যে ৫ হাজার দরিদ্র ও অসহায় মানুষকে ব্যবস্থাপত্র ও ঔষক প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই মাদ্রাসা মাঠে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্পে এ সেবা দেয়া হয়।
আয়োজক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, ফ্রি এই মেডিকেল কাম্পের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প। তিনি আরো জানান, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক এ এম এ মুমিন চৌধুরী কাওছার ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সৈয়দ হাফিজুর রহমান তানভীরের নেতৃত্বে ৩০ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।
সৈয়দ ফারুক জানান, জগন্নাথপুর উপজেলার হাওর অধ্যুসিত এলাকার দরিদ্র লোকজন ভালো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই তাদের সেবা দেয়ার জন্যই তার এ উদ্যোগ। তিনি জানান, জগন্নাথপুর উপজেলার প্রায় ৫ হাজার হতদরিদ্র মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া হয়েছে।