বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জনগণের অংশগ্রহনে টেকসই উন্নয়ন: অবহিতকরণ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:১৪ পিএম

সুনামগঞ্জে সাম্য ও সমতার বাংলাদেশ : জনগণের অংশগ্রহনে টেকসই উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এ্যাফরটস ফর রুরাল এডভান্সমেন্ট(ইরা)’র নাগরিকতা প্রকল্পের উদ্যোগে ও সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)’ সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

ইরার চীফ অ্যাডভাইজার ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিডি’র জ্যেষ্ঠ গবেষক ড. ডি এল মল্লিক। ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিডি’র নাগরিকতা প্রকল্পের কনসালটেন্ট মো. মোজাহিদুল ইসলাম, সিপিডি’র যুগ্ম পরিচালক মানবসম্পদ এণ্ড এ্যাডমিনিস্ট্রেশন অফিসার মো. মামুন উর রশিদ, মনিটরিং এÐ ইভ্যুলোশন এসোসিয়েট মো. জাওয়াদুল করিম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব-কর্তব্য ও নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব-কর্তব্য বিষয়ে উপস্থাপন করেন, সিপিডি’র নাগরিকতা প্রকল্পের কনসালটেন্ট মো. মোজাহিদুল ইসলাম, সিপিডি’র যুগ্ম পরিচালক মানবসম্পদ এণ্ড এ্যাডমিনিস্ট্রেশন অফিসার মো. মামুন উর রশিদ, মনিটরিং এণ্ড ইভ্যুলোশন এসোসিয়েট মো. জাওয়াদুল করিম।

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারাবাজার উপজেলা, বিশ্বম্ভরপুর উপজেলা ও তাহিরপুর উপজেলার নাগরিক গ্রুপের ৮০ জন সদস্য এ অবহিতকরণ সভায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগরিক গ্রুপের সদস্যদের ৪ ভাগে ভাগ করে ৫টি করে সমস্যা চিহ্নিত করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com