শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

‘জীববৈচিত্র রক্ষা করে হাওরাঞ্চলে বাঁধ নির্মাণ করা হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৯:২৬ পিএম

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা- তাহিরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, জীববৈচিত্র রক্ষা করে হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেন, ইচ্ছে করেই হাওরাঞ্চলে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ করে হাওরগুলোকে পুকুর বানানো যাবে না। হাওরকে হাওরের মতো রেখে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল চারটায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভূইয়ারহাটি (কামিনীপুর) হতে মমিনপুর পর্যন্ত দেড় কিলোমিটার গ্রাম প্রতিরক্ষা দেয়াল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প(হিলিপ) এর উদ্যোগে গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিলিপ প্রকল্পের জেলা সমন্বয়কারি মো. মিজানুর রহমান খান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেক আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com