সুনামগঞ্জে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে উদ্বুদ্ধকরন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সুনামগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ও হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরন কার্যক্রম প্রকল্প(১ম সংশোধিত) এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুছ ছালাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক(রুটিন দায়িত্বে থাকা) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) তাপস শীল।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের হাওর প্রকল্পের ফিল্ড সুপারবাইজার মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা নূর হোসাইন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মফিজুর রহমান,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মুজিবুর রহমান, জেলা মডেল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী প্রমুখ।
সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার ১০৮ জন ইমাম ও খতিব অংশ নেন।