জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেল সুপার মো. মাঈন উদ্দিন, জেলা মৎস্য অফিসার সামসুল করিম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের বারান্দায় ফ্রেমে বাঁধানো জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ে কর্মকর্তাগণ।
এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়াই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।