বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জ্বালানি অপরাধিদের বিচারের দাবিতে সুনামগঞ্জে ক্যাবের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:২২ পিএম

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল ও এবং জ¦ালানি অপরাধিদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে কনজুমার এসসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।

ক্যাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দোওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সিনিয় সদস্য েেমা. সাজ্জাদুর রহমান, মো. এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, মো. উস্তার আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দায়মুক্তি আইনের আওয়াতায় বিদ্যুৎ ও জ¦ালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল করতে হবে। একই সাথে জ¦ালানি অপরাধিদের বিচারের কাঠগড়ায় দাড়করাতে হবে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com