আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এক জীববৈচিত্র্যের ভান্ডার। এ হাওরের পরিবেশ, মানুষের জীবন-জীবিকা এবং আমাদের প্রজন্মেরপর প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
রবিবার (১৬নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
টাঙ্গুয়ার হাওরের হারানো পরিবেশ ও প্রকৃতিকে আগের রূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আনিসুল হক বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস এবং অবৈধ কাঠ ও মাছের ব্যবসা টাঙ্গুয়ার হাওরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হাওর পাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওর ব্যবস্থাপনা স্বচ্ছ করা হবে। কোনো ধরনের দখল বা লুটপাট হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, হাওরবাসীর কৃষি, মৎস্য, পর্যটন এবং জীববৈচিত্র্য সবকিছুর সাথেই মানুষের বেঁচে থাকা জড়িত। হাওরের প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে বাঁধ ব্যবস্থাপনা সংস্কার, আগাম বন্যা মোকাবেলায় বৈজ্ঞানিক অ্যালার্ট সিস্টেম চালু করা এবং কৃষকদের ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
আনিসুল হক বলেন, হাওরপাড়ের মানুষ উন্নয়ন চায়, কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে হাওর পাড়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।
ওয়ার্ড বিএনপির আহবায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন হাওরগ্রামের শত শত সাধারণ মানুষ পথসভায় উপস্থিত ছিলেন।