বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

টিম গ্রুপের মার্সষ্টিচের পরিষ্কার-পরিচ্ছন্নতা

সংবাদ বিজ্ঞপ্তি
  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ২:২৬ পিএম

রাজধানীর টঙ্গীসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম চালিয়েছ টিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্সষ্টিচ লিমিটেড। সোমবার (১২ আগস্ট) দিনব্যাপী টঙ্গীসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিছন্নতা অভিযান চালায় গ্রæপের নিজস্ব নিরাপত্তারক্ষীরা।

টিম গ্রæপের মহাব্যবস্থাপক সাইফুল্লাহ জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতিরে উন্নতির লক্ষ্যে প্রতিষ্ঠানটি ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাইফুল্লাহ আরও জানান, সরকার পতনের পর সড়কে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ম্যানেজমেন্ট ভেঙ্গে পড়লে টিম গ্রুপের ব্যবস্থানা পরিচালক (এমডি) আব্দুল্লাহিল রাকিব এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল্লাহিল নাকিব এ ধরনের সমাজসেবামূলক কাজে আমাদের নির্দেশনা দিলে আমাদের কর্মিরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে যাচ্ছে।

মার্সষ্টিচ লিমিটেডের মহাব্যাবস্থাপক আজমল জানান, টিম গ্রুপ এবং মার্সষ্টিচ লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা ও অনুপ্রেরণায় আমাদের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ কার্যক্রম করে যাচ্ছে। আগামীতেও রাজধানী ঢাকা, টংগী ও পাশ্ববর্তি এলাকাতে এর ধারা অব্যাহত থাকবে।

আজমল আরও জানান, আমাদের এই কার্যক্রম সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী এবং অফিসগামী মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং টিম গ্রুপের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com