টিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিম সিকিউরিটি সার্ভিস আইনশৃঙ্খলা রক্ষায় টহল, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (১১ আগস্ট) রাজধানীর উত্তরায় টিম সিকিউরিটি সার্ভিসের সদস্যরা সমাজসেবা মূলক কার্যক্রম চালাচ্ছে।
টিম সিকিউরিটি সার্ভিসের সদস্যদের এসব কার্যক্রমে সাধারণ মানুষর প্রশংসা করছেন।
টীম গ্রুপের মহাব্যবস্থাপক জনাব সাইফুল্লাহ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে টিম সিকিউরিটি সার্ভিসের সদস্যরা। তিনি আরও জানান, তাদের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করছে।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সঙ্গে টিম সিকিউরিটি সার্ভিসের সদস্যরা কাজে নেমেছে।
এ বিষয়ে এলাকাবাসী এবং অফিসগামী মানুষ স্বস্তি প্রকাশ করেছন। এলাকাবাসী জানান টিম গ্রæপের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।