শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৩০ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৭২ জনে। ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২২১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৬ হাজার ২১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের মধ্যে চারজনই ঢাকা বিভাগের। বাকি একজন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৭১ হাজার ৫৫৪ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৪৬৭ ডেঙ্গু রোগী।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com