বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:০৯ এএম

সুনামগঞ্জে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২০২৫ এর আওতায় ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার শুভ রায় সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা যব উন্নয়নে উপপরিচালক শাহ নূর আলম,সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শতব্দী ভট্টাচার্য্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোরনের সাবেক সমন্বয়ক উসমান গণি, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শাহ দুলাল প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com