বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ ঢাবির এমএ-৯৫ ব্যাচের সবজি বীজ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১:০৫ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার সবজি গ্রাম খ্যাত রাধানগর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষীদের মধ্যে সবজি বীজ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের এমএ-৯৫ ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার রাধানগর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষীদের মধ্যে এসব সবজি বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডি হিলিপ প্রকল্পের জেলা সমন্বয়কারি ও ঢাবি ইতিহাস বিভাগের ৯৫- ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, হিলিপ প্রকল্পের জেলা অবকাঠামো বিশেষজ্ঞ আবু বকর সিদ্দিকী, লাইভলীহুড কো-অর্ডিনেটর আ ফ ম জিয়াউল হক, কমিউনিটি রির্সোস কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, জেলা মনিটরিং অফিসার আনোয়ারুল বারী প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com