শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

দিরাইয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭ এএম

সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে জলমহাল সাবলীজ দেয়া না দেয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৯জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার এবং অন্যান্য আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বদরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বছর খানে ধরে গ্রামের পাশ্ববর্তী মরা সুরাম নামে একটি জলমহাল সাবলীজ দেয়া না দেয়াকে কেন্দ্র করে উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর গ্রামের সিজিল মেম্বার ও একই গ্রামের প্রবাসী সিজিল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এরজের ধরে সোমবার সকালে সিজিল মেম্বার ও প্রবাসী সিজিল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ৫৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৯জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সংঘর্ষ কবলিত গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com