শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

দিরাইয়ে যুবলীগের প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৯ জুলাই, ২০২৩, ১২:২২ এএম

তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে দিরাইয়ে প্রস্তুতি সভা করেছে উপজেলা যুবলীগ। শনিবার (৮ জুলাই) দিরাই লঞ্চঘাট উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের উপসাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, যুবলীগ নেতা শিল্পপতি সৈয়দ তানজিল আহমদ।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, দিরাই পৌর যুবলীগের সভাপতি সরোয়ার আহমদ, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, পৌর কাউন্সিলর অমর পুরকায়স্থ, সাবেক কাউন্সিলর সোহেল চৌধুরী, যুবলীগ নেতা রুবেল সরদার, শাহ আলম সরদার, জুয়েল সরদার প্রমুখ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com