শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১০ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দিরাই পৌরসভার দাউদপুর গ্রামে রাস্তা থেকে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সাতারকোনা গ্রামের আব্দুল হাইর ছেলে আল আমীন (২০), একই উপজেলার মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত মো. ছিদ্দিক মিয়ার ছেলে মো. মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রতীন্দ্র দেব নাথের ছেলে প্রান্ত দেবনাথ (২১)কে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ দিরাই পৌরসভার দাউদপুর গ্রামে রাস্তায় অভিযান চালিয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনি, ৪টি পিকআপ ভ্যানসহ চোরাকারবারি আল আমীন, সুজন মিয়া, মো. মঞ্জিল মিয়া, প্রান্ত দেবনাথকে আটক করে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ মামলায় আটকৃদের গ্রেফতার দেখানো হয়েছে।

উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com