শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

দিরাইয়ে ৩৯ কেজি গাঁজাসহ আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৩ এএম

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইনাতাবদ গ্রামের মৃত শমরাজ মিয়ার ছেলে মো. নাসির মিয়া (৫০), এইক গ্রামের ফজলুল হকের ছেলে আলম মিয়া (১৯) ও একই উপজেলার বাসুল¬া গ্রামের মৃত আছন আলীর ছেলে নাজিব মিয়া ওরফে মজিব মিয়া (২৫)।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট র্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসি ৩ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পে সদস্যরা অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ তাদের আটক করে।

সিলেট র‌্যাব -৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার দুপুর ১২ টার দিকে সুনামগঞ্জ জেলার দিরাই বাসস্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সিলেট-৯ এর সুনামগঞ্জ সিপিসি ৩ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ মো. নাসির মিয়া, আলম মিয়া ও নাজিব মিয়া ওরফে মজিব মিয়াকে আটক করে।

মিডিয়া অফিসার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ াাইনে দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com