ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বিধি অনুযায়ী নির্বাচনে যারা কম ভোট পেয়েছেন সেসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরাও হারিয়েছেন জামানত। বিধান অনুযায়ী বৈধ প্রাপ্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে।
নাটোরের লালপুরে টানা দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ইসাহক আলীসহ তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অন্যরা হচ্ছেন- দলের আরেক নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ও মো. আবুল হাশেম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. কামরুল হাসান জামানত হারিয়েছেন।
হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জে বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ২২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাহুবলে চেয়ারম্যান পদে সাতজনের মধ্যে জামানত হারিয়েছেন চারজন। তারা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদির চৌধুরী, মো. আক্তারুজ্জামান ও শেখ মো. ফিরোজ আলী মিয়া। ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন মোহাম্মদ আব্দুল মালেক মাদানী, মো. নবী হোসেন মুড়ল, মো. শামীনুর রহমান, মো. সোহেল আহমেদ, শশাঙ্ক রঞ্জন দাশ ও সিরাজুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলফা বেগম ও নিছফা আক্তার।
নবীগঞ্জে আট চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চারজন জামানত হারিয়েছেন। তারা হচ্ছেন- জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল, শাহ আবুল খায়ের ও শেখ মোস্তফা কামাল। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আলীম ইয়াছিনী, আলমগীর আহমেদ চৌধুরী সালমান, মুরাদ আহমদ, মোহাম্মদ অনর উদ্দিন, মো. হেলাল চৌধুরী ও রুবেল আল মামুন তালুকদার।
নীলফামারীর জলঢাকায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম জামানত হারিয়েছেন।
পিরোজপুরের কাউখালীতে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি একেএম আব্দুস শহীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে পার্থ প্রতীম সমদ্দার ও মো. মাসুম বিল্লাহ্ জামানত হারিয়েছেন।
নাটোরের বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জান্নাতুল ফেরদৌস ও মো. আবুল হোসেন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নবাব আলী জামানত হারিয়েছেন।
ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারম্যান প্রার্থী এইচএম খায়রুল বাসারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া সংরক্ষিত আসনের তিন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হচ্ছেন- দিলুয়ারা আক্তার দিলু, তাসলিমা আক্তার কলি ও ফেরদৌসী নাসরিন।
জামালপুরের বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি শাহীনা বেগম ও অপর প্রার্থী সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ফরিংয়ের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নওগাঁর নিয়ামতপুরে চেয়ারম্যান পদে আবেদ হোসেন মিলন ও সোহরাব হোসেন জামানত হারিয়েছেন।
বরিশালের মুলাদীতে চেয়ারম্যান পদে প্রকৌশলী তারেক আহমদ খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।