সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এটি দেশ ও জাতির দায়িত্ব নেওয়ার নির্বাচন। অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে ও গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
আনিসুল হক আরও বলেন, গত ১৭ বছর ধরে আমি ও আমার দল বিএনপি জনগণের পাশে থেকেছি। কোনো অন্যায়ের সাথে আপস করিনি। জনগণই আমার শক্তি। এবার জনগণ ভোটের মাধ্যমে এই ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করবে- ইনশাল্লাহ।
তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার।
উঠান বৈঠকে তৃণমূলের ভোটাররা “আমরা সবাই ঐক্য জোট, ধানের শীষে দেবো ভোট”এই স্লোগানে মুখর হয়ে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেন।
বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।