বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৫

নিউজ ডেস্ক
  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৮:১৯ পিএম

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানি পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৫ জন।

শুক্রবার (৪ মার্চ) জুম্মার নামাজের আগে পেশোয়ারের কোচা রিসালদার মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার সময় মসজিদে প্রায় দেড়শ’ মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা ওয়াহিদ খান জানান, শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালান দুই সশস্ত্র ব্যক্তি। এক পুলিশ কর্মকর্তা ও এক হামলাকারীর মৃত্যুর পরপরই মসজিদের ভেতর আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস বা পাকিস্তানি তালেবান জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানে সংখ্যালঘু শিয়া গোষ্ঠীর ওপর প্রায়ই হামলা হয়ে থাকে। এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com