সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, প্রবীনদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রবীনদের বিভিন্ন শ্রেণি পেশার ভিন্ন ভিন্ন অভিজ্ঞা রয়েছে। তাঁদের এই সমষ্টিগত অভিজ্ঞতাই সকল ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহŸান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জে প্রবীনদের সম্মানে আগামী সোমবার জেলা প্রশাসন এক বিনোদনের ব্যবস্থা করেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবীনরা নিজেদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে এ শে¬াগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (০৭ অক্টোবর) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সুনামগঞ্জ প্রবীন হৈতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি অ্যাডইউন ন্যাথানিয়েল ফেয়ারক্রস, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্ণেল আতাউর রহমান পীর, নুরুর রব চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, নূরুল ইসলাম গাজী প্রমুখ।
এর আগে সকাল ১০ টায এক বর্নাঢ্য র্যালি জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।