শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

‘প্রয়োজনের নীরিখে বিদ্যালয়ে আবাসিক ব্যবস্থা করা হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৪ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুর্গম হাওরাঞ্চলে প্রয়োজনের নিরীখে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা বা দু’একটি কক্ষ নিয়ে ডরমেটরি করা যায় কিনা চিন্তা ভাবনা চলছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার সময় বাংলাদেশ ফিমেল একাডেমি প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাখাওয়ার হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম অনোয়ার হোসেন খান, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ( ক্যাব)’র ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের আরো এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রাইমারিতে বইয়ের কিছু পরিবর্তন করা হবে। তবে জানুয়ারিতেই প্রাথমিক শিক্ষার্থীরদের হাতে বই তুলে দেয়া হবে।

শিক্ষকদের হাওর ভাতা প্রসংগে উপদেষ্টা বলেন, হাওর ভাতার ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়েমের মধ্যে থেকেও যার পাচ্ছে না বিষয়টি আমরা দেখব। তিনি বলেন, হাওরাঞ্চলের ক্ষেত্রে শিক্ষক ও জনবল সংকট দুর করতে চিন্তাভাবনা চলছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com