পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ এ এলাকার মানুষের সম্পদ, কৃষকের সম্পদ এবং দেশের সম্পদ। এ বাঁধগুলোকে নিজের সম্পদ মনে করে সংশ্লিষ্ট সকলকে রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।
রোববার (৫ মার্চ) শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে সচিব এসব কথা বলেন।
পানি সম্পদ সচিব আরও বলেন, হাওরের ফসল তুলার পর অপরিকল্পিতভাবে বাঁধগুলোকে যেন কেটে দেয়া না হয়। যদি কোন প্রয়োজনে বাঁধ কেটে দিতেই হয় তাহলে প্রশাসনের অনুমতি এবং প্রকৌশলীদের পরামর্শ নিয়ে বাঁধ কাটতে হবে। অন্যতায় অনুমতি ব্যাতিরেকে বাঁধ কাটলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা কাবিটা কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সিলেট রিজনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, তত্ত¡াবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. শামসুদ্দোহা, গ্রামীণ জনকল্যাণের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সোয়েব হাসান, তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ প্রমুখ।
পানি সম্পদ সচিব সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন। দুপুরে দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালি বাঁধ ও বোয়ালিয়ার বাঁধ এবং টাংর্নির হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন।