সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রতিবেদন দ্রæত পাঠাতে হবে। রোববার (২৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্ম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিগণ নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা, আহম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শাল্লা উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অবনী মোহন দাস, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমানিক,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন খন্দকার,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞ্চা, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাসশুল করিম, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু নোমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী পাবেল প্রমুখ।