হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ বর্ধিত সময়েও শেষ না হওয়ার প্রতিবাধে সুনামগঞ্জে সমাবেশ করেছে হাওর বাচাঁও আন্দোলন কমিটি। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা কালেক্টরেট চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সহ সভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ সভাপতি মো. আলী নুর, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবু সইদ, জেলা নিসচা মহিম তালুকদার।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকেট সবিতা চক্রবর্তী, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ সভাপতি মো. আলীনুর, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু সাইদ, জেলা নিসচা মহিম তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নীতিমালা অনুযায়ী গেল ২৮ ফেব্রæয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনো অনেক হাওরে বাঁধের কাজ শেষ হয়নি। বাঁধ তদারকিতে থাকা পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা ও গাফিলতির কারণে বর্ধিত সময়েও বাঁধের কাজ শেষ না করায় আগাম বন্যার শঙ্কায় হাওরের কৃষকরা। বৃষ্টিপাতের আগে বাঁধের কাজ শেষ না করলে বিগত ২০১৭ সালের মতো হাওর ডুবিতে ফসলহানির আশঙ্কা রয়েছে।