বাংলাদেশী বংশোদ্ভব ব্রিটিশ নাগরিকদের সচেতনতামূলক সাইকেলিং সিলেটে গিয়ে সমাপ্ত হয়েছে। বুধবার (৮ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্টেন্ড থেকে সিলেটের উদ্দেশ্যে সাইকেল যাত্রা করেন এই ব্রিটিশ সাইকেলিং দল।
সুনামগঞ্জ থেকে তাদের সিলেট যাত্রায় অভিবাদন জানান, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।
লন্ডনের ঞল্ডহামস্থ বাংলাদেশেরে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে উদযাপন কমিটির চেয়ারম্যান শেল আহমেদ জানান, জামালপুরের সড়িষা বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠায় তারা এক কোটি ৩০ লাখ উত্তোলন করেছেন। তিনি আরও জানান, ২ ফেব্রæয়ারি ঢাকা সাইকেলিং করে টাঙ্গাইল যান। পরে টাঙ্গাইল থেকে জামালপুর সড়িষা বাড়ি যান। সেখানে সড়িষাবাড়ি থেকে সাইকেলিং করে ময়মনসিংহ। পরে ময়মনসিং থেকে মোহনগঞ্জ আসেন। মোহনগঞ্জ থেকে নৌকা যোগে ১৪ ঘন্টা জার্নি করে বুধবার ভোর রাত তিনটায় সুনামগঞ্জ পৌঁছেন।
এই সাইকেলিং দলে আরিফ মহিদ জানান, তারা বাংলাদেশের বর্জ অপসারণে সচেতনতা তুলে ধরতেই সাইকেলিং করছেন। বাংলাদেশে এসে তাদের খুব ভাল লেগেছে।
ইংল্যান্ডের রাজা লর্ড লেফটেনেন্ট এর ডেপুটি লেফটেনেন্ট জাহিদ খান জানান, সড়িষাবাড়ি স্কুলের জন্য ফান্ড রাইজিং, প্লাস্টিক বর্জ অপসারণ, পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই তাদের এই সাইকেল যাত্রা। তিনি আরও জানান, সিলেট গিয়ে তাদের এই সাইকেল যাত্রা সমাপ্ত হবে।