সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ)আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন,গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ফলে দলটির প্রতি জনগণের আস্থার জায়গা হয়ে দাড়িয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভোটে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে।
সোমবার(১৭ নভেম্বর)মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল বলেন,“আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দু’একটি দল নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা জানে, সৎভাবে ভোটের ময়দানে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তারা অপচেষ্টা চালাচ্ছে।কিন্তু জনগণের শক্তি ও সচেতনতার কাছে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহেবুর আলমের সভাপতিত্বে ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ইনামুল গণি তালুকদার রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক মো.আবে হায়াৎ, যুগ্ম-আহবায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু, মো.আবুল বাশার ও মোশাহিদ তালুকদার প্রমুখ।
পথসভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় হাজারো মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসমাবেশে পরিণত হয়। আশ-পাশের পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।