৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবদস, ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উলক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা পৌণে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুনামগঞ্জ পিটিআই সুপার দীপংকর মোহন্ত, সুনামগঞ্জ সমাজসেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর জেলা সংবাদদাদা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল প্রমুখ।
সভায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে সকাল ৮ টায় সদর উপজেলার ডলুরায় র্যালি ও ৪৮ শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তব অর্পণ করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কেন্দ্রে নির্দেশনা অনুযায়ী র্যালিসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।