বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

‘বৈষম্যহীন সমাজ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই’

সংবাদ বিজ্ঞপ্তি
  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:১২ এএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে ও মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরনারি, বায়োমেডিক্যাল ও এনিমাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাথে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বদরুল ইসলাম শোয়েব আরও বলেন, অতীতে বিভিন্ন ভাবধারার লোকজন রাষ্ট্র পরিচালনা করে দেশে সরকারি চাকুরীজীবিদের বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করেছে, তা অত্যন্ত দুঃখজনক। শেখ হাসিনা সরকার যেসব জায়গায় অসংগতি ও বৈষম্য রয়েছে সেসব জায়গায় সমতা আনয়নে কাজ করে যাচ্ছে।

তিনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা দাবীর মধ্যে যৌক্তিক দাবীগুলো মেনে বৈষম্য দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি মো. তাজিম উদ্দিন ও আইন সম্পাদক মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল।

অন্যান্যেম মধ্যে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অফিসার পরিষদের আহবায়ক ডা. অসীম রঞ্জন রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com