শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ভারতে পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১০ পিএম

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে সিলেট-৪৮ বিজিবি বাংলাবাজার বিওপির জোয়ানরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভারতের পাচারের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়। জব্দকৃত ৮৮৫ কেজি ইলিশ মাছের মূল্য আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ৪৮ বিজিবির অধীনস্থ সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতের পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com