শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে সুনামগঞ্জে বর্ষবরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১:২৩ পিএম

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ অগ্নিস্নানে শুচি হোক ধরা” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বরণ করা হয়েছে বাংলা নতুন বছর।

রোববার(১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক বর্ণঢ্য শোভাযাত্র বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

জেলা প্রশাসন উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা শেষে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নববর্ষ বরণ মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল বর্ষবরণ উদ্বোধণী ঘোষণা দেন।

এর আগে জাতীয় সঙ্গীত ও বর্ষবরণের জনপ্রিয় গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ হে। এ গান গেয়ে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রার শোভ বর্ধন করে ঘোড়া ও মহিষের গাড়িসহ বাঙালির চিরায়ত ঐতিহ্য নারী পুরুষদের পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরা নানা সাজে সেজে শোভা যাত্রায় শামিল হন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com